ওম স্বস্তি ফিল্মস আয়োজিত নবম ইন্দো বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসব এর পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়ে গেল গত ১৭ই জানুয়ারি ২০২৪ কলকাতা প্রেস ক্লাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার ও অভিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্ণধার শ্রী দাস , ফেস্টিভ্যাল সেক্রেটারি বিশাল বিশ্বাস এবং চিত্র পরিচালক, পুরস্কার বিজয়ীরা।
ফেস্টিভাল সেক্রেটারি বিশাল বিশ্বাস জানিয়েছেন এবছর তাদের ফিল্ম ফেস্টিভ্যাল ৭৫ টি ফিল্ম জমা পড়েছিল তার মধ্যে জুরি মেম্বার দ্বারা ২৫ টি ফিল্ম অনলাইন প্রদর্শন এবং পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। এবছর পশ্চিমবঙ্গ রাজ্যসহ বিভিন্ন রাজ্য থেকে ফিল্ম জমা পড়েছিল যেমন তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, উত্তরাখান্ড, মহারাষ্ট্র, রাজস্থান ,আসাম, ইত্যাদি। তাছাড়াও দেশের বাইরে থেকে দুটি ফিল্ম জমা পড়েছিল যেমন ফিলিপিন্স এবং কানাডা থেকে। ফেস্টিভাল সেক্রেটারি এও জানিয়েছে যে এবছর তাদের বাংলাদেশের চিত্র নির্মাতাদের ফিল্ম প্রদর্শন এবং ফেস্টিভ্যাল গ্রহণ বন্ধ ছিল বিশেষ কারণবশত। কিন্তু আগামী ফেস্টিভাল থেকে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা তাদের ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করাতে পারবেন।
এই মঞ্চ থেকে আগামী ফেস্টিভাল অর্থাৎ দশম ইন্দো বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আগামী পহেলা ফেব্রুয়ারি ২০২৪ থেকে চিত্র নির্মাতারা তাদের ফিল্ম জমা করতে পারবেন। এই ফেস্টিভ্যাল টি অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ এর আগস্ট মাসে।